পাঠ প্রতিক্রিয়া : ছায়াতরুগাথা । ঋভু চৌধুরী
top of page

পাঠ প্রতিক্রিয়া : ছায়াতরুগাথা । ঋভু চৌধুরী

"বুদ্ধ বললেন, যাও এমন এক গৃহ খুঁজে বার করো যেখানে মৃত্যু আসেনি,বিচ্ছেদ আসেনি,ছায়া ফেলেনি শোক। সে গৃহীর থেকে একমুঠো শস্য নিয়ে এসো। তোমার মৃতবৎসা জীববৎসা হবে।"


রাত্রি দ্বিপ্রহর। সামনে বহমান জীবন বুকে নিয়ে বয়ে চলেছে ভাগিরথী নদী..অনন্ত এ পথ চলা। যামিনী যাপনে গভীর মগ্ন নদী পাড়ের জীবন । আশ্চর্য নিশ্চুপ আলো আঁধারিতে ছায়াময় পৃথিবী বড়ো মায়াময়।

গাঙ পাড়ের নিশ্চুপতায় 'ছায়াতরুগাথা' বইটি কোলে নিয়ে বহমান নদী পানে চেয়ে চুপ করে বসে রই - বইবারান্দায়।

দূরে গঙ্গাবক্ষে টিমটিমে লাল বাতি... প্রহরায় জালবাতি রেখে রাত বিশ্রামে ফিরে গেছে মাঝি ভাই।

মানস চক্ষে দেখতে পাই ছায়াঘন 'কবিতা ভবন'-এর বারান্দায় লেখক বুদ্ধজীবনে প্রভাবিত ছায়াবৃক্ষের কথা একমনে বুনে চলেছেন আপন মগ্নতায়! মহাপ্রাণ গাছেদের হাত ধরে শব্দ মায়ায় এগিয়ে চলেছেন বুদ্ধজীবন পথে । তথাগতর জন্ম মুহূর্তের প্রকৃতি বর্ণনায় মনে হয় বৃক্ষ স্বরূপ লেখক স্বয়ং বুঝি দাঁড়িয়ে ছিলেন হিমালয়ের কোলে লুম্বিনী উদ্যানে মহাবৃক্ষের ছায়াতলে!


'নমো তসস ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধসস.. '


সত্যিই বুঝি ভালোবাসার কাছে কিছু দায় থেকে যায়? তাই বুঝি সন্ন্যাসী বুদ্ধ স্বয়ং এলেন যশোধরার সাথে দেখা করার জন্য... দেখা যদি হল কি কথা হলো দুজনার? লেখকের সাথে সাথে পাঠকেরও কৌতূহল বাড়ে। লেখক আপন মনের কল্পনায় সাজিয়ে তোলেন এক চিত্রনাট্য— 'শরণাগত'।


শুনেছি বহুকাল আগে মহামারীর কবলে পড়েছিল এক প্রাচীন নগরী। দেশে সেই সময় মাৎস্যন্যায় পরিস্থিতি। মহামারী থেকে মানুষকে মুক্তি দিতে তথাগত স্বয়ং উপস্থিত হয়েছিলেন নগরীর উপপ্রান্তে ঊষালগ্নে। বইয়ের প্রচ্ছদপটে যেন তারই ছায়া! বিগত দুই বছরে মহামারীর বীভৎসতার সাক্ষী হয়ছি আমরা। হারিয়েছি কত শত আপনজন। চোখের সামনে দেখেছি মানুষের অসহায়তা, আর্তনাদ, গুমড়ে ওঠা কান্না। উপলব্ধি করেছি সব কিছু থাকতেও মানুষ কত অসহায়...

মানুষের অসহায়তায় মনে হয় পুনরায় আসার সময় হয়েছে বুঝি সেই 'অনির্বাণ আলোর' যিনি বলবেন, "আত্মদীপ ভবঃ , আত্মশরণ ভবঃ, অনন্য শরণ ভবঃ"


'ছায়াতরুগাথা' বইটির উপস্থাপনার সাথে সাথে ভিতর পাতায় লেখকের শৈল্পিক সত্তায় সৃষ্ট কাহিনীর সাথে গাঁথা অপূর্ব অলংকরণগুলি পাঠককুলের কাছে অমূল্য উপহারস্বরূপ।

বইটির নিবিড় পাঠের উপলব্ধি পাঠক জীবনের পরম প্রাপ্তি ।মননশীল লেখকের গভীর জীবনবোধের প্রতিটি লেখনী আমায় মুগ্ধ করে। পরমপিতার কাছে প্রার্থনা, অক্ষয় হোক লেখকের শব্দমায়া। অনন্ত হোক লেখকের কলম।


সুমিতা মন্ডল


কলেজস্ট্রিটের প্রাপ্তিস্থান : দে বুক স্টোর (দীপু) । দে'জ । ধ্যানবিন্দু । বৈভাষিক । বুকমার্ক (আকাশ)


ওয়েবসাইট লিঙ্ক : https://bit.ly/3AOXxkz



39 views0 comments
bottom of page