শ্রাবণঋতু + দেশভাগের ভাঙা আয়না | Manikarnika.Pub
top of page

গল্পের দুনিয়া

শাশ্বত বন্দ্যোপাধ্যায় এবং রাজা সরকারের দুটি বই একসঙ্গে কিনুন। 

 ২৫% ছাড়।

শিপিং শুধুমাত্র ৩৯ টাকা 

 

PNG.png
PNG.png
Who Are We

শ্রাবণঋতু পার হয়ে যাও ফেরিওয়ালা । শাশ্বত বন্দ্যোপাধ্যায়

মানুষ রূপে একটি আয়ুষ্কাল পার হয়ে যাওয়া বড়ো কঠিন। কেন না সে সততই আত্মপরিচয়বোধহীন। বিবশ। পাখি বা পতঙ্গ কিংবা গাছের পাতা রূপে কেমন, তা আমাদের কাছে অজ্ঞাত। হতে পারে প্রকৃতি তাদের প্রতি খানিক বিশেষ মায়াময়। জানি না কেউ। বরং টের পাই একক মনুষ্যজীবনের কাঠিন্যই ছড়িয়ে যায় সমাজে, শক্ত ও বন্ধুর করে তোলে সর্বাঙ্গীণ চারণের পথ। জেগে ওঠে অস্তিত্বের প্রতি গাঢ় সংশয়, অর্থহীন শূন্যতার এক আগ্রাসী বোধ রুষ্ট চোখে চরিতার্থতার পথরোধ করে। বিভিন্ন জীবনের সেই শ্রমময় যাত্রাটির কথা ধরা রইল এ-সংকলনের দশটি গল্পে। তবে শুধু কষ্টের কথা আছে এমন নয়; জীবনের কঠিন বর্মের গায়ে ইতিউতি গাঁথা রয়েছে যেসব কোমলতা, ভালো করে দেখলে বোঝা যাবে তারাও কম কিছু নয়, হয়তো বা অজস্রই, তবে যন্ত্রণাভস্মের আড়ালে তারা চিরসঙ্গোপন। আশ্চর্য দরদের সেই ধারাই এ-কাহিনিগুচ্ছের সোঁতা, কথক বুঝি টের পেয়েছেন সেই স্রোতপথ ধরে বয়ে চলেছে জীবন, শ্রমক্লীষ্ট মনুষ্যজীবন, সে চলেছে এক মহানিঃশ্রেয়সের উদ্দেশ্যে।

দেশভাগের ভাঙা আয়না ও শচীন চক্কোত্তি । রাজা সরকার

 

রাজা সরকারের লেখায় নানাভাবে জেগে থাকে দেশভাগ; কখনও চরিত্রে, কখনও ঘটনায়, কখনও বা সুদীর্ঘ বেদনার প্রবাহে। এই সংকলনের বেশিরভাগ গল্পকেই কোনো না কোনোভাবে ছুঁয়ে আছে সেই বিষণ্ণ কাঁটাতার। তাকে বারবার লঙ্ঘন করতে চেয়েও না পারা, ভুলতে চেয়েও ব্যর্থ হওয়া যন্ত্রণার আকাশের নীচে বড়ো হয় মানুষ। বুড়ো হয় দেশ। দুটি দেশ।

bottom of page