top of page

পাণ্ডুলিপি জমা দেওয়ার নিয়মাবলী

  • মণিকর্ণিকা, আশাবরী, ও পক্ষীরাজ তিনটি আলাদা আলাদা প্রকাশনী কেন?"
    মণিকর্ণিকা : সম্পূর্ণ প্রকাশনার খরচে বই প্রকাশিত হয়। আশাবরী : লেখক নিজখরচে (self-funded) বই প্রকাশ করতে পারেন। তবে পাণ্ডুলিপিটি একটি নির্দিষ্ট মানের বা তার উর্ধ্বে হতে হবে। পাণ্ডুলিপির মান নির্ধারণ করে প্রকাশনী। (এই মান নির্ধারণের পদ্ধতিটি লেখকের অনুরোধে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হয়।) পক্ষীরাজ : শুধুমাত্র ছোটোদের বই প্রকাশিত হয়। প্রকাশনা-প্রযোজিত ও লেখক-প্রযোজিত দুধরনের বইই প্রকাশিত হয়।
  • কী ধরনের পাণ্ডুলিপি পাঠাবেন?
    যে কোনো মৌলিক বিষয়ে অর্থপূর্ণ ও গুণমানসম্পন্ন বই প্রকাশে আমরা আগ্রহী। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, নাটক, ব্যক্তিগত গদ্য, ভ্রমণকাহিনি, চিত্রনাট্য গবেষণাধর্মী পাণ্ডুলিপি সিনেমা, নাটক, সংগীত, চিত্রকলা, লোকশিল্প ইত্যাদি বিষয়ক পাণ্ডুলিপি অবাঙালি সাহিত্যের উৎকৃষ্ট অনুবাদ (বাংলায়) এবং অ-ইংরাজি ভাষার উৎকৃষ্ট অনুবাদ (ইংরাজিতে) উপরোক্ত যে কোনো বিষয়ে এক বা একাধিক পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি - বাংলার কিংবা ইংরাজি ভাষায় - প্রস্তুত করে আমাদের পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে।
  • কীভাবে পাণ্ডুলিপি পাঠাবেন?
    শুধুমাত্র ইমেলে। ডাক মারফত নয়। কারোর হাতে নয়। পাণ্ডুলিপি পাঠানোর ইমেল: manikarnika.pub@gmail.com
  • পাণ্ডুলিপি কেমন হবে?
    অনুগ্রহ করে পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি পাঠাবেন। কয়েকটি লেখা পাঠিয়ে নিছক পড়ে দেখবার অনুরোধ করবেন না। পাণ্ডুলিপি অবশ্যই হতে হবে ইউনিকোড (অভ্র বাংলা)-য় টাইপ করা, মাইক্রোসফট ওয়র্ডে। হাতে লেখা পাণ্ডুলিপি পাঠাবেন না। বাংলা ওয়র্ডে টাইপ করা পাণ্ডুলিপি পাঠাবেন না। পাণ্ডুলিপির ওয়র্ড ফাইল ও পিডিএফ দুটিই পাঠাতে হবে ইমেলে। যে কোনো একটি পাঠালে তা গৃহীত হবে না। পাণ্ডুলিপির পাতায় এমন কোনো ওয়াটারমার্ক দেবেন না যা লেখাটি পড়তে অসুবিধা সৃষ্টি করে। পাণ্ডুলিপি পাঠানোর আগে পরে কোনো হোয়াটসএ্যাপ মেসেজ বা ফোন করবার প্রয়োজন নেই। আমাদের প্রকাশনী থেকে বই প্রকাশের জন্য কেবলমাত্র লেখার গুণমানই যথেষ্ট। অন্য কোনো ধরনের যোগাযোগ বা সুপারিশের প্রয়োজন নেই। সেসবের বিন্দুমাত্র গুরুত্বও নেই।
  • মনোনয়ন সংবাদ কীভাবে পাবেন?
    ইমেলে। আপনি ইমেল পাঠানোর অনধিক চার সপ্তাহের মধ্যে। এর মধ্যে আপনার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই।
  • মনোনীত হওয়ার শর্ত?
    আমরা দুটি নিরিখে আপনার পাণ্ডুলিপি বিচার করব: ১। গুণমান (Quality) ২। প্রচারযোগ্যতা (Marketability)। এই বিচার হবে অনুপুঙ্খ ও সম্পূর্ণ নিরপেক্ষ। আপনার পাণ্ডুলিপির মান প্রকাশনী নির্মিত স্কেলে ৮ বা তার অধিক হলে (১০-এর মধ্যে) মণিকর্ণিকা প্রকাশনী বা পক্ষীরাজ প্রকাশনী থেকে আপনার বইটি প্রকাশিত হবে সম্পূর্ণ প্রকাশনীর খরচে (কনটেন্ট এডিটিং ছাড়া)। কোনো কোনো ক্ষেত্রে পাণ্ডুলিপিটির নিবিড় সম্পাদনা প্রয়োজন পড়ে। অর্থাৎ, প্রকাশনী মনে করে পাণ্ডুলিপিটিকে যথাযথ সম্পাদনা করলে তবে তার মান প্রকাশযোগ্য হবে। লেখাটির কেমন সম্পাদনা হতে পারে তার বিশদ নমুনা প্রকাশনীর পক্ষ থেকে দেওয়া হয়। যদি লেখক রাজি থাকেন, তাহলে শুধুমাত্র সম্পাদনার খরচটি দিয়ে নিজের পছন্দের কোনো সম্পাদককে দিয়ে পাণ্ডুলিপিটি সম্পাদনা করিয়ে নিতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে প্রকাশনীও সম্পাদকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারে। এই পুঙ্খানুপুঙ্খ কনটেন্ট এডিটিংয়ের আর্থিক দায়ভার প্রকাশনী বহন করতে অক্ষম। কোনো বই মনোনীত হলে, ইমেল মারফত এই বিষয়ে আরও বিশদে সবটা জানিয়ে দেওয়া হয়। আপনার পাণ্ডুলিপির মান ৬ বা ৭ হলে (১০-এর মধ্যে) বইটি মণিকর্ণিকা বা আশাবরী প্রকাশনী (বা ছোটোদের বই হলে পক্ষীরাজ প্রকাশনী) থেকে প্রকাশিত হবে। কোন প্রকাশনী থেকে প্রকাশ পাবে তা নির্ধারণ করবে প্রকাশনী। এই ক্ষেত্রে লেখককে বইপ্রকাশের আংশিক আর্থিক দায় বহন করতে হবে। লেখক রাজি থাকলে প্রকাশনীর পক্ষ থেকে বিশদে আলোচনা করে নেওয়া হবে। আপনার পাণ্ডুলিপির মান ৫ বা তার নীচে হলে (১০-এর মধ্যে) আশাবরী প্রকাশনী থেকে আপনার বইটি প্রকাশিত হবে। সেক্ষেত্রে লেখককে বইপ্রকাশের সম্পূর্ণ আর্থিক দায় বহন করতে হবে। তবে বই-বিক্রয়লব্ধ অর্থের প্রায় পুরোটাই লেখককে ফিরিয়ে দেব আমরা। Self-funding-এর নানাবিধ প্যাকেজ রয়েছে আমাদের। লেখক রাজি থাকলে প্রকাশনীর পক্ষ থেকে বিশদে আলোচনা করে নেওয়া হবে।
  • যে কোনো পাণ্ডুলিপিই কি Self-funding-এর মাধ্যমে প্রকাশ করে আশাবরী?
    না। ভালো বই ছাড়া আমরা প্রকাশ করি না। কিছু কিছু পাণ্ডুলিপি থাকে যেগুলি খুব ভালোমানের লেখা হলেও সবসময় প্রচারযোগ্য (Marketable) হয় না। সেইরকম কিছু কিছু ম্যানুস্ক্রিপ্ট self-funding-এর মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি এবং বইটির যথাসম্ভব প্রচার করবার চেষ্টা করি। এছাড়া কিছু কিছু পাণ্ডুলিপি যথাযথ সম্পাদনা করলে প্রসাদগুণসম্পন্ন বই হয়ে ওঠে। সেইধরনের পাণ্ডুলিপি self-funding-এর মাধ্যমে আমরা প্রকাশ করি। আমরা চাই লেখক এইভাবে বইপ্রকাশের বিষয়টিকে একপ্রকার বিনিয়োগ (Investment) হিসেবেই দেখবেন। অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের Self-funded Publication পেজটি পড়ে দেখবেন।
bottom of page