আল-হালাজের লিপি । অনুরাধা মহাপাত্র | Manikarnika.Pub
top of page

আল-হালাজের লিপি । অনুরাধা মহাপাত্র

Al-Halaz Front Cover Only.jpg

বিষয় : কবিতা

প্রচ্ছদ : শাশ্বত বন্দোপাধ্যায়

প্রকাশনা : মণিকর্ণিকা প্রকাশনী

মূল্য : ₹ ২২৫

যোগাযোগ (কল ও হোয়াটস্অ্যা‌প) : 8240333741

Amazon Button PNG.png
Our Store Button PNG.png
আগ্রহী পাঠকদের জন্য বইটির তিনটি কবিতা এখানে দেওয়া হল।

আকাশ

ধ্বংসের প্রস্তুতি থেকে, যুদ্ধ শেষে, বারবার মানুষের পরিচয়ে

                                 গড়ে নিতে চেয়েছি তোমাকে

তুমি বোঝোনি সেকথা

তুমিও যে পূর্ণ আকাশ হতে পারো- এই মগ্নতার নিবেদন করেছি তো সব

তুমি ব্যর্থ করে দিয়েছ আবার

ভালোবাসা প্রয়োজন নয়, খ্যাতি নয়, শুধু গৃহ আর অপরের হৃৎপিণ্ড

                                 উপড়ে ফেলে বাঁচবার সুখ নয়

ভিন্ন কিছু- অন্য কোনো আনন্দের, আকাশপ্রেরণা

বেঁচে থাকা শুধু অফিস বা খবরের কাগজ নয়, ব্যক্তি বা পরিবার নয়

বেঁচে থাকা কোনো এক সকালবেলার দূর্বাদলে ঝরে পড়া

                                 শিশির ও শিউলির নীরব প্রকাশ

সব নিবেদন অভাবের নয়

সব ভালোবাসা নয় সুবিধার

কোনো কোনো পূজা আজও পৃথিবীতে

                                 নিজেরই শিরচ্ছেদ করে নিজে

                                 আকাশ ও পৃথিবীর মিলনের

                                                   আলোর সুদূর।

 

সিন্ধুসারস

 

মিথ্যা করবীর রেখা-কুয়াশায় যে বইগুলি

রচিত হয়েছে আমি তার লেখক নই।

হে গঙ্গাকরবীশবস্মৃতিউর্মিমালা

সকলই বুদ্ধের ভিক্ষাপাত্র চলে দেশান্তরে;

আমি তাই দিগন্তের বিষাদ-বিধুর চোখের ভেতর

আমার আমৃত্যুর সমস্ত লেখা গোপন রেখে যেতে চাই

কালো মন্থর দাঁড়কাকের মতো প্রচারপত্র বয়ে

যারা বাঁচে আঁধার ডানায়, আমি তাদের মতো নই

নিজেরই ভেতর নিজেই নিমগ্ন আমি

হে আমার আত্মপরিচয়হীন নিরুদ্দেশ সিন্ধুসারস।

 

জন্মদিন

 

বুঝি জন্মদিন, বুঝি প্রেম আসে জীবনে আবার।

ভরা আনারসখেতে ছায়াদের বিষাদ পান করে

এই দিন- ধূসর আষাঢ়

গোপন ঠাট্টার মতো, চকিত ধ্বংসের হাসি

 - এই দিন চলে যায়

প্রাচীন চড়াইয়ের নীরব নীল ডিম

কোনো তাম্রপাথরের প্রতিমার চুলের ভেতর

আকাশ-আকন্দনীড়, পুঁথি আর বটফলমালা

তার গন্ধ নিমেষে এসেছে,

পানপাত্র খালি আজ,

বুঝি প্রেম আসে জীবনে আবার!

bottom of page