এক জোড়া মোজার ভিন্নমত । ঋচীক | Manikarnika.Pub
top of page

এক জোড়া মোজার ভিন্নমত । ঋচীক

1. Ek jora Mojar F Covr (RGB, 150ppi).jpg

বিষয় : কবিতা

প্রচ্ছদ : শাশ্বত বন্দোপাধ্যায়

আশাবরী প্রকাশনী

মূল্য : ₹ ২০০

যোগাযোগ (কল ও হোয়াটস্অ্যা‌প) : 8240333741

 

 

আগ্রহী পাঠকদের জন্য বইটির দুটি কবিতা এখানে দেওয়া হল।
Our Store Button PNG.png
Amazon Button PNG.png
এক জোড়া মোজার ভিন্নমত

আজকাল দেখি একটা নতুন ফ্যাশন স্টেটমেন্ট হয়েছে,
মোজা ছাড়া জুতো।
এ কি দিনকাল এল!
আমরা খাব কী এবার?
একেতেই
আমাদের তো আর জুতোর মতন সম্পত্তি নেই
অথচ
চিরকাল ধরেই আমরা
জুতোর সঙ্গেই রইলাম
তবে গৌণ হয়ে।
আমাদের তো আর পাবলিক ডিসপ্লে নেই,
জুতোর আছে।
তাই জন্যেই আমাদের ক্যাপিটাল ভ্যালুও নেই।
সাইডকিক আমরা থেকেই থাকব চিরকাল।
এই গ্লোবাল speculative ক্যাপিটালের নকশাতে।

তবে,
আমাদের যে বাতিল করে চলেছে ultra-আধুনিকতা
as if that is our defined social position, to wear or not to wear,
চুপ করে বসে থাকলে
ঘরবাড়ি বিক্রি হয়ে যাবে।

পরের সপ্তাহে
সকাল ০৯:১৩ থেকে
ভিন্নমত চালু হবে আমাদের।
bottom of page