top of page
করতালির দেশ । শাশ্বত বন্দ্যোপাধ্যায়

বিষয় : কবিতা
প্রচ্ছদ : শাশ্বত বন্দোপাধ্যায়
প্রকাশনা : প্যাপিরাস
পরিবেশক : মণিকর্ণিকা প্রকাশনী
মূল্য : ₹ ২২৫
যোগাযোগ (কল ও হোয়াটস্অ্যাপ) : 8240333741
আগ্রহী পাঠকদের জন্য বইটির দুটি কবিতা এখানে দেওয়া হল।
ভারতবর্ষ
প্রকৃত ভালােবাসার কাছে মুছে যায় কত অগম্য দূর-
কত মহাদেশ সমুদ্র নদীনদ পেরিয়ে অতীত প্রান্তরের কাছে
ঠিক ফিরে আসে প্রাক্তন মেঘ,
তার ছায়াটি টের পেয়ে ঘাসফুলেরা
শিকড়ে দাঁড়ায় উঠে, বলে—ভালাে আছ?
যে পথে হাত ধরে হেঁটে যায় নির্বাক বন্ধুরা
তার ধারে, নিঃঝুম অভ্রের মতাে সূর্য অস্ত যায়
পাতার পাশে চুপ করে এসে বসে পাখি।
যতদিন ভালােবাসা শব্দহীন থাকে
মানুষের কাছে মানুষ
আর সন্ধ্যাপ্রদীপের কাছে মা হয়ে ওঠে ঋণী—
এটুকুই শেখায় রূপকথা, আমাদের যত প্রাচীন কাব্য-কাহিনি।
এই অনুরাগ উদ্যত ফলা হয়ে ওঠে, যখন গ্রাস করে অন্ধ আওয়াজ
মানুষ থেকে কী সহজে মানুষ ভাঙা যায়
‘দেশপ্রেম'ই শিখিয়ে দিচ্ছে আজ!
আসন
ও-মেয়ে মাঠগ্রস্ত, ও-মেয়ে শুধুই ধুলােধর্ম বােঝে!
নামাও। ভাঙো। ঘাের চুরমার করাে—তবে না সহজে
থামাতে পারবে ওকে। বলবে, সেই ছেলেকালে
আমরাও ছুটেছি অমন। সব জাড় ভেঙে দিকচক্রবালে
ও কেন একাই ছুটতে ছুটতে উঠে যাবে?
কেন এক অলীক পরশ
ঊষালােক হয়ে রােজ ছুঁয়ে দেবে মুখ?
খড়ের গাদায় একটিও দোষ
খুঁজে পাও যদি, তােমার আমার পাশে ওরও হবে সমান আসন
বুকের ভেতর ধিকিধিকি জ্বলে শুধু খড়
তােমাকে আমাকে আজ নাচায়-ঘােরায়—আসলে তাে আসনের মন!
bottom of page